মুক্তির দিনেই রেকর্ড গড়লেন থালাপাতি বিজয়
মুক্তির দিনেই রেকর্ড গড়লেন থালাপাতি বিজয়ঃ তামিল সিনেমার সুপারস্টার থালাপাতি বিজয়ের নতুন ছবি 'দ্য গোট' (Greatest of All Time) মুক্তির পর থেকেই বক্স অফিসে সাড়া ফেলছে। ৫ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমাটি প্রথম দিনেই বিশ্বব্যাপী ৯৮ কোটি রুপি আয় করেছে, যার মধ্যে ভারতেই আয় হয়েছে ৫৪ কোটি রুপি। এটি চলতি বছরের প্রথম দিনে সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার রেকর্ড গড়েছে।
আরও পড়ুনঃ
রেকর্ড গড়লেন থালাপাতি বিজয়
'দ্য গোট' সিনেমায় বিজয়কে দ্বৈত চরিত্রে দেখা গেছে, যেখানে তিনি একজন ভালো ও একজন খারাপ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে পারিবারিক আবেগ, অ্যাকশন, ড্রামা, এবং টুইস্ট দর্শকদের মুগ্ধ করেছে। ছবির শুটিং হয়েছে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, রাশিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে। বিজয়ের পারিশ্রমিক ছিল ১৭৫ কোটি রুপি, এবং সিনেমার বাজেট ছিল ৪০০ কোটি রুপি।
ছবিতে প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরীসহ আরো অনেক জনপ্রিয় অভিনেতা অভিনয় করেছেন।
Tags:
Entertainment